প্রকাশিত: Wed, Jan 18, 2023 7:39 AM
আপডেট: Sat, May 10, 2025 9:02 PM

মূকাভিনয় শিল্পের পথিকৃৎ পার্থ প্রতিম মজুমদারের জন্মদিন

মারুফ হাসান : [১] পার্থ প্রতিম মজুমদার হলেন একজন বাংলাদেশের মূকাভিনয় শিল্পের পথিকৃৎ। ৩৭  বছরের ফ্রান্স প্রবাসী এই মূকাভিনয় শিল্পী মূকাভিনয়ের বিচারে বিশ্বে দ্বিতীয়। সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রান্স সরকারের শেভালিয়র উপাধি পান তিনি। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে এ পদক পান। প্রসঙ্গত- ওয়েস্টার্ন ইউনিয়ন, নাইকি, আইবিএম ও ম্যাকডোনাল্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির পণ্যের প্রচারে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।

[২] পার্থ প্রতিম মজুমদারের জন্ম ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পাবনা জেলার কালাচাঁদপাড়ায়। তাঁর বাবার নাম হিমাংশু কুমার বিশ্বাস এবং মায়ের নাম সুশ্রিকা বিশ্বাস। [৩] পার্থ প্রতিম প্রাথমিক ভাবে পড়াশোনা শুরু করেন বাড়ি থেকে খানিক দূরে জুবিলী স্কুলে। প্রাথমিক শিক্ষা শেষের চন্দননগরের ড. শীতল প্রসাদ ঘোষ আদর্শ বিদ্যালয়ে পড়ার সময় পরিচয় হয় মূকাভিনয় বা মাইমের আর্টিষ্ট যোগেশ দত্তের সঙ্গে। তিনি তাঁর কাছে মাইম শেখা শুরু করেন। পরবর্তিতে পার্থ প্রতিম মজুমদার ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কলকাতার যোগেশ দত্ত মাইম একাডেমীতে মাইমের উপর শিক্ষাগ্রহণ করেন। তিনি ১৯৮১-১৯৮২ সালে মডার্ণ কর্পোরাল মাইমের উপর ‘ইকোল দ্য মাইম’ নামে এতিয়েন দ্যু ক্রুর কাছে শিক্ষাগ্রহণ করেছেন।

[৪] পার্থ প্রতিম মজুমদার ১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুটি অনুষ্ঠানে প্রথমবারের মতো মূকাভিনয় প্রদর্শন করেন। পরবর্তীকালে তিনি ১৯৭৫-১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৮ বার মাইম প্রদর্শন করেন। এছাড়াও তিনি ১৯৮২-১৯৮৫ সালগুলোতে প্যারিসের বিভিন্ন থিয়েটারে মোট ২৬টি শো করেন। [৫] কিংবদন্তি মূকাভিনয় শিল্পী প্রতিম মজুমদার- কলকাতা যোগেশ মাইম একাডেমী থেকে ‘মাস্টার অব মাইম’ উপাধি (১৯৮৭ সালে), একক মূকাভিনেতা হিসেবে এথেন্স, নিউইয়র্ক, ডেনমার্ক, সুইডেনসহ সারা বিশ্বে বিভিন্ন দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ (১৯৮৮ সালে) এবং তিনি মালেশিয়ার সাংবাদিকদের কাছ থেকে ‘মাস্টার অব ওয়ার্ল্ড’ সম্মাননা অর্জন করেন।